রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ। ছবি: গুগল ম্যাপ থেকে
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে শুক্রবার রাত সোয়া ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমন মিয়া (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জের চরসৈয়দপুরের আব্দুল জলিল মিয়ার ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই বিল্লাল শেখ জানান, সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে সুমনের মাথা থেতলে যায় এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। সুমন মিয়া একজন ইলেকট্রিশিয়ান। ভালোভাবে মোটরসাইকেল চালাতে পারতেন না। মোটরসাইকেল নিয়ে একাই ঘুরতে বেড়িয়েছিলেন।
পরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। রাত পৌনে ২টার দিকে বড় ভাই দ্বীন ইসলাম ও মামা জালাল মাদবরের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এসএস