বুধবার, ১৬ Jul ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
আহত ব্যবসায়ী কামাল খাঁ। ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কুমিল্লার মুরাদনগরের ভুতাইলে বাড়ি থেকে উচ্ছেদ করতে চাঁদা দাবি করে না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রোববার ওই ব্যবসায়ী কামাল খাঁ ১৪ জনকে আসামি করে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার (১৭ই মার্চ) উপজেলার হাটখোলা বাজারে এ ঘটনা ঘটেছে।
মামলায় অভিযুক্তরা হলেন, ওই এলাকার পারভেজ, জিয়াউল হক, বাহাদুর, সাদ্দাম, কালা মিয়া, মনা মিয়া, রাসেল, রৌশন মিয়া, নান্টু, শাহজাহান, নুরুজ্জামান, মহসিন, কামরুল, সাদ্দাম। এ ছাড়াও মামলায় আরও ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা ব্যবসায়ী কামাল খাঁকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৭ মার্চ হাটখোলা বাজারে তার ওপর হামলা চালায় অভিযুক্তরা। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনসহ নগদ অর্থ হাতিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভুক্তভোগী কামাল খাঁ বলেন, তারা দীর্ঘদিন থেকে আমাকে আমার বসত বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা করে আসছে। তারা আমার থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা পরিশোধ না করায় আমাকে মেরে ফেলতে হামলা চালায়। আমি হামলাকারীদের বিচার চাই।
এ ব্যাপারে মামলায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
এসএস