শনিবার, ০৩ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৪ হাজার ২১৪ জন। করোনায় বাংলাদেশে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৬২১ মানুষ।
তাই এ ভাইরাস নিয়ে শঙ্কা ভর করছে সবার মাঝে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিডস্টার রুবেল হোসেনও ব্যতিক্রম নন। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ছোট্ট পোস্টে রুবেল লেখেন– ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন। এ মৃত্যুর মিছিলে হয়তো আমিও চলে যেতে পারি।
দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সোচ্চার রুবেল। এ সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। তাদের কাছে সময়মতো সহায়তা না যাওয়ায় কয়েক দিন আগেই প্রশ্ন ছুড়ে দেন তিনি। বলেন, ভোটার স্লিপ ঘরে ঘরে পৌঁছে গেলে, বাড়িতে বাড়িতে ত্রাণসামগ্রী যাবে না কেন?
এর আগে রাস্তায় নেমে দুস্থ-অসহায়দের খাবার বিতরণ ও সাহায্য করেন রুবেল। এরও পূর্বে লোভী ব্যবসায়ীদের করোনাভাইরাস আখ্যা দেন তিনি। মূলত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়ায় এ মন্তব্য করেন রিভার্স সুইং তারকা।
এসএস