মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
পাকুন্দিয়া থানা। ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান।
জানা যায়, উপজেলার কুমড়ি গ্রামের নজরুল ইসলাম তার সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্নকারী কন্যাকে বিয়ে দেন একই গ্রামের আহমেদ আলীর সৌদি প্রবাসী ছেলে রুবেলের সঙ্গে। মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান কনের বাড়িতে গিয়ে হাতেনাতে কনের বাবাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম লুৎফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেন।
এসএস