সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
গুগল ম্যাপ।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম শাহিনের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় নগরীর খাগডহর ফকিরবাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।
তিনি বলেন, শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তার (৩৮) কন্যা নাফিয়া আক্তার (১২) কে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় তাদের বড় মেয়ে লাবণ্য দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শাহিন পালিয়ে যায়। দুইজনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত লাবণ্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শফিকুল ইসলাম শাহিন পলাতক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে।
পুলিশের রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ আহমারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসএস