মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাঈদ খোকন মীর (৩০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
বুধবার ভোর ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মোহাম্মদ হাসান জানান, খোকন পিকআপ চালক, রাত সাড়ে তিনটায় বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে টেলিফোন ভবনের পাশে ছিনতাইকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাঈদ বরিশালের গৌরনদী উপজেলার বাগমারা গ্রামের শামসুল হকের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএস