সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী পোস্তগোলা ব্রিজ এলাকায় তেলের লরির ধাক্কায় প্রসেনজিৎ (৩০) নামে এক টোল আদায়কারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রসেনজিতের বাবার নাম প্রদীপ। তারা দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমপাড়া এলাকায় থাকতেন। প্রদীপ কেরানীগঞ্জ থেকে এসে পোস্তগোলায় টোল আদায়ের কাজ করতেন।
নিহতের সহকর্মী আরমান মোল্লা জানান, মাওয়া থেকে একটি তেলের লরি আসছিল। ওই লরির টোল সাড়ে ৭০০ টাকা না দিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করে। পরে চলন্ত গাড়িতে দৌড়ে উঠে যান প্রসেনজিৎ। তার কাছে টাকা চাইতে কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর চারটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।