শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুকুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১৭৬০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ আলমগীর হোসেন ওরফে বারী মন্ডল(৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
রোববার দুপুরে র্যাব-১৩ এর রংপুর মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রয় সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে। তার ছত্রছায়ায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য রংপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।
এসএস