মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
ক্লিনিক্যাল বর্জ্যে ছেয়ে গেছে রংপুর মহানগরী। ছবিটি নগরীর ধাপ জেল সড়ক থেকে তোলা।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রংপুরে ক্লিনিক্যাল বর্জ্যের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ ৩৬৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে আসছে এই বর্জ্য। সম্প্রতি সিটি করপোরেশনের সঙ্গে একটি এনজিও ক্লিনিক্যাল বর্জ্য নষ্ট করার চুক্তি করলেও অধিকাংশ ক্লিনিক মালিক তা মানছে না। রংপুর সিটি কর্পোরেশন জানিয়েছে, ক্লিনিক্যাল বর্জ্য আইন অমান্যকারীদের নোটিশ দেওয়া হয়েছে। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
স্থানীয় ক্লিনিক ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, রংপুর নগরীতে একটি সরকারি এবং কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী রংপুর মহানগরীতে ৩৬৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এগুলো থেকে প্রতিদিন কমপক্ষে পাঁচ প্রকারের ৪ হাজার কেজির বেশি বর্জ্য অপসারণ করা হচ্ছে।
অনেক বর্জ্য মহানগরীর বিভিন্ন রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়। এসব বর্জ্যরে মধ্যে সবচেয়ে ক্ষতিকারক সংক্রামক বর্জ্য। এই সংক্রামক বর্জ্য অন্যদের সঙ্গে মিশে জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলছে। রংপুর ধাপ এলাকার অধিকাংশ সড়কগুলোতে সাধারণ মানুষ খুব কষ্টে নাক চেপে ধরে চলাচল করছেন।
এব্যাপারে রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানান, ক্লিনিক মালিকরা বর্জ্য ব্যবস্থাপনা আইন না মেনে যেখানে সেখানে বর্জ্য ফেলছে। এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। দুষিত পরিবেশ থেকে রংপুর মহানগরীকে রক্ষা করা হবে।
এসএস