শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়।ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রংপুর জেলায় সব রকমের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় পাওয়া এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলায় সব প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া আগের মতো ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং কোভিড-১৯ রোগের বিস্তার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় সর রকমের যানবাহনের প্রবেশ ও জেলা থেকে বিহর্গমন বন্ধ ঘোষণা করা হলো। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
এই আদেশ বাস্তবায়ন করতে জেলার সব প্রবেশ ও বিহর্গমন পয়েন্টে আইনশৃক্সখলা বাহিনীর চেকপোস্ট কার্যকর থাকবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন বা কাজে চলাচলকারী রিকশায় একজন যাত্রী ও মোটরসাইকেলে চালক ব্যতিত অন্য কোনো যাত্রী পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে।
দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে ওই সব জেলা থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে মানুষ। এই পরিপেক্ষিতে রংপুর জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে পার্শ্ববর্তী জেলার সকল সীমানা ও আন্তঃউপজেলার মধ্যে সব ধরনের যানবাহন যোগাযোগ ও জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক আসিব আহসান।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে জারিকৃত সব নির্দেশনা ও নিষেধাজ্ঞার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এ নিয়ম ভঙ্গ করলে অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এসএস