সোমবার, ১২ মে ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলায় পৃথক দুটি এলাকা থেকে এক নারীসহ দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে কদলপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ও গহিরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন রেজা বলেন, কদলপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খালের পাশের একটি বাগান থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম জালাল আহমেদ (৭০)। তিনি ওই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ভোমর পাড়া এলাকার তানজীল আহমেদের ছেলে।
ওসি আরও বলেন, গহিরা ইউনিয়নের সাত নম্বর দলইনগর ওয়ার্ডের একটি পুকুর থেকে নারীর ভাসমান দেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় মেলেনি। মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এসএস