সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চৌমুহনী বাজারের কালাপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে।তিনি হলেন-রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো. আবুল মালেকের স্ত্রী জাহানারা বেগম(৫৫)। অপরজন ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবক।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরের বাস টার্মিনাল হতে ছেড়ে আসা কাপ্তাইগামী (চট্টগ্রাম-জ-৬০) বাসটি কালাপুল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়া অবস্থায় দুই জনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকালে প্রায় দুই ঘণ্টা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুইজন বাসের নিচে চাপা পড়ে মারা যায়।
এসএস