শনিবার, ১০ মে ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালীর পূর্ব কোদালায় বন্যহাতির আক্রমণে তিন কৃষানি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-মাচিং প্রু মারমা (৫৫), আরেমা মারমা (৫০) ও হ্লামেচু মারমা (৩০)। তারা সবাই রাইখালী পূর্ব কোদালা গ্রামের বাসিন্দা।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) সায়ামং মারমা জানান, আহতরা সবাই তাদের নিজ জমিতে কৃষিকাজ করতে যাচ্ছিলেন।পথে একদল বন্যহাতি তাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
দুপুরে আহতদের দেখতে হাসপাতালে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন।
এসএস