সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সেনাবাহিনী। ছবি: সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : করোনা ভাইরাস পরিস্থিতিতে রাজশাহীতে অসাধু ব্যবসায়ীরা যেন নিত্য পণ্যের দাম বাড়াতে না পারেন তা নিয়ে কাজ করবে সেনাবাহিনী।
বুধবার থেকেই জেলা প্রশাসনের সঙ্গে কাজ করবে তারা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক হামিদুল হকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
তারা জানান, বুধবার থেকে রাজশাহী মহানগরী ছাড়াও প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর টহল শুরু হবে। কোথাও যেন জনসমাগম না হয় সে বিষয়ে তারা নজরদারি করবেন। মানুষকে বোঝাবেন। এছাড়া করোনা পরিস্থিতি কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন সেটি তারা নিশ্চিত করবেন।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, মঙ্গলবার তারা বিভাগীয়, জেলা এবং উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে তাদের করণীয় ঠিক করেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ জন্য সেনাবাহিনীর জনবলের কোনো ঘাটতি হবে না বলেও জানান কর্মকর্তারা।
এদিকে, রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক জানান, করোনা ইস্যুতে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার করা হয়েছে।
বিশেষ পরিস্থিতি বিবেচনায় লকডাউন হলেও রাজশাহীতে অন্তত তিন মাসের খাদ্য মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে ব্যবসায়ীদের। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যারা শহর ছেড়ে গ্রামে ফিরছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
এসএস