মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজশাহীর সাহাপুর সীমান্তে চোরাকারবারিদের সাথে বিজিবি’র গোলাগুলি হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবি ২৭ রাউন্ড গুলি বর্ষণ করে। বিজিবি’র দাবি এতে হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে তারা কাউকে আটকও করতে পারেনি।
বিজিবির ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাতে একদল চোরাকারবারি সীমান্ত এলাকায় অস্ত্রপাচার করবে। এসময় সে সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় বিজিবি আগে থেকেই অবস্থান নেয়। পরে রাতে অস্ত্রপাচারের তৎপরতা শুরু হলে তাদের প্রতিরোধে চেষ্টা করতেই গোলাগুলি শুরু হয়। এসময় বিজিবির সদস্যরা আত্মরক্ষায় ২৭ রাউন্ড গুলি করে।
বিজিবির সাথে গোলাগুলিতে পাচারকারীরা পিছু হটলে বিজিবি ঘটনাস্থল থেকে ম্যাগাজিনসহ ১টি পিস্তল,৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
এসএস