বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
আলতাফ মাহমুদ। ফাইল ছবি
অনলাইন রিপোর্ট: রাজশাহীর দুর্গাপুরে এক সড়ক দুর্ঘটনায় আলতাফ মাহমুদ (২০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
সোমবার দুপুরের দিকে উপজেলার চৌপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঝালুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ ও তার বন্ধু সুমন মোটরসাইকেলযোগে কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে আমগাছি গ্রামের দিকে যাচ্ছিল। চৌপুকুরিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আলতাফ ও সুমন গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টায় মারা যায় আলতাফ।
নিহত আলতাফ সাইবার গ্রামের নাজের আলীর পুত্র। আহত সুমন কাঠালবাড়িয়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে বলে থানা পুলিশ জানিয়েছেন।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান জানান, আলতাফের লাশ ময়নাতদন্ত শেষে রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে।
এদিকে ছাত্রলীগ নেতা আলতাফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর আলী।