মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদার বখশ হল থেকে সিসিটিভি ফুটেজ দেখে এক বহিরাগত সাইকেল চোরকে আটক করা হয়েছে। ফুটেজ দেখে ছাত্রলীগ কর্মী বিজয় কৃষ্ণ বণিকের চুরির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
শনিবার দুপুরে মাদার বখশ হলের প্রথম ব্লকের ১০২ নম্বর কক্ষের সামনে থেকে সাইকেল চুরির ঘটনা ঘটে।
পরে সাইকেলের মালিক তরিকুল রহমান তারেকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতে সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে হল প্রশাসন।
চুরির ঘটনায় জড়িত ব্যক্তির নাম শিমুল আহমেদ। তার বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকায়। তাকে মতিহার থানা পুলিশের কাছে তুলে দিয়েছে হল প্রশাসন।
অপরদিকে চুরির মূলহোতা ছাত্রলীগ কর্মী বিজয় বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী। তিনি হলের অনাবাসিক শিক্ষার্থী। কিন্তু ২১৭ নম্বর কক্ষে থাকেন।
এ ঘটনায় হল প্রশাসন চোরকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির সঙ্গে বিজয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে স্বীকার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হলের আবাসিক শিক্ষক কাজী জাহিদুর রহমান। তিনি জানান, তারা দুজনে সাইকেল চুরি করে এক হাজার ৬০০ টাকায় বিক্রয় করেছেন।
তিনি আরও বলেন, আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করব। তারা ব্যবস্থা গ্রহণ করবে।এ বিষয়ে ওই ছাত্রলীগ কর্মীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এসএস