মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
নিম্নমানের ইট দিয়ে রাস্তার নির্মাণ কাজ চলছে। ছবি-সংগৃহীত
দৈনিকবিডিনিউজ৩৬০ডেস্ক : রাজশাহীর বাগমারার আউচপাড়ায় সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার আউচপাড়া ইউনিয়নের ০১ নং ইউনিটের বেলহাট গ্রামে এলজিএসপি’র অর্থায়নে মাত্র ১২৮ ফুট সিসি ঢালাই রাস্তার কাজে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। সামান্য এ রাস্তাটুকুতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার সরেজমিনে দেখা যায়, বেলঘরিয়াহাট গ্রামের নার্গিস শাহের বাড়ী হতে রেজাউল করিম মন্ডলের বাড়ীর সামনে পর্যন্ত এলজিএসপি’র অর্থায়নে রাস্তার কাজ চলছে। তাতে ৩ নম্বর ইট ও গর্তে পর্যাপ্ত বালি না দিয়ে নির্মাণ করা হচ্ছে রাস্তাটি। ১ নম্বর ইট, ভালো খোয়া এবং বিধি মোতাবেক লোহার রড ব্যবহারের দাবী জানিয়েছেন স্থানীরা।
স্থানীয়দের অভিযোগ, নির্মানাধীন ওই রাস্তায় পর্যপ্ত বালি দেয়া হয়নি। তাতে পর্যাপ্ত পানিও ব্যবহার না করায় রাস্তাটি সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রাস্তাটি দ্রুত ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদকে জানিয়ে কোনো ফল হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ অস্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ ইত্তেফাককে বলেন, আমাকে জানানোর পরে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমাকে জানিয়েছিল। এবং আমার জানামতে, আজ বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার গিয়ে এ কাজ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন বলেন, শিডিউলে যা আছে তার ব্যতিক্রম করার সুযোগ নেই। তার পরও বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত করে দেখা হচ্ছে। কোন অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এসএস