সোমবার, ২৬ মে ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
অনলাইন রিপোর্ট : বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলায় অবস্থিত ধুইল্যাপাড়া মসজিদে লন্ডন প্রবাসী রফিক হান্নান এর অর্থায়নে ধুইল্যাপাড়া স্কুলের প্রধান শিক্ষক এবং মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্টতার তত্বাবধানে (১৩ মে বুধবার ) এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে উপস্হিত ছিলেন ধুইল্যাপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, সরই ইউনিয়নের মোটরসাইকেল চালক সমিতির সভাপতি আবদুল জব্বার, তরুণ সমাজসেবক নুরুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী জমির উদ্দিন, মওলানা আবদুস শুক্কুর,হাফেজ সাইফুল ইসলাম,ধুইল্যাপাড়া স্কুলের সহকারী শিক্ষক নুরুল হাকিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মাওলানা আবদুস শুক্কুর সাহেব এর দোয়ার মাধ্যমে মাহফিল শেষ হয়।
উল্লেখ্য যে, লন্ডন প্রবাসী রফিক হান্নান ইতিমধ্যে অত্র এলাকার ৩০ জন দুস্হ, গরিব অসহায়ের মাঝে নগদ অর্থ বিতরণ করেন আর মসজিদ, মাদ্রাসা ও স্কুলের জন্য সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও সহযোগিতা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসএস