সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন মার্নাস লাবুশেন। ছবি: সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : মার্নাস লাবুশেনের জন্য ২০১৯ সালটা ছিল স্বপ্নের মতো। অস্ট্রেলিয়ান এ তরুণ ওপেনার ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন এবং অ্যাডিলেড আর নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে টানা তিন টেস্টে সেঞ্চুরি করেছেন। দুর্দান্ত ব্যাটিং করে সদ্য শেষ হওয়া বছরে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১ হাজার ১০৪ রান করেছেন তিনি।
নতুন বছরেও রান সংগ্রহের সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন লাবুশেন। নতুন বছরের তৃতীয় দিনেই টেস্ট ক্যারিয়ারের ১৪তম ম্যাচে ২২তম ইনিংসে চতুর্থ সেঞ্চুরি তুলে নেয়া অস্ট্রেলিয়ান এ তারকা ব্যাটসম্যান শনিবার দ্বিতীয় দিনে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান।
শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হয় তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানে দুই ওপেনার জো বার্নস ও ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া।
তৃতীয় উইকেটে স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে ১৫৬ রানের জুটি গড়েন মার্নাস লাবুশেন। এই জুটিতেই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লাবুশেন আর ২৯তম ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন স্মিথ। তার আগে ১৮২ বল খেলে চারটি চারের সাহায্যে করেন ৬৩ রান অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক।
সিডনি টেস্টের প্রথম দিনের ৩ উইকেটে ২৮৩ রান করা অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনে আরও ১৭১ রান যোগ করেন। আগের দিনের করা ১৩০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করেছেন লাবুশেন।
ব্যাটসম্যানদের নিয়মিত বিরতিতে উইকেট পতনের দিনে একাই লড়াই করেন লাবুশেন। আগের দিনে ২২ রানে অপরাজিত থাকা ম্যাথু ওয়েড শনিবার ফের ব্যাটিংয়ে নেমে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন। মাত্র ১০ রানে ফেরেন ট্রাভিস হেড।
এরপর অধিনায়ক টিম পেইনকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন লাবুশেন। ৯২ বলে ৩৫ রান করে ফেরেন পেইন। দলীয় ৩৯ রানে ব্যাটিংয়ে নেমে ৪১৬ রানে আউট হন লাবুশেন। সাজঘরে ফেরার আগে ১৯টি চার ও এক ছক্কায় ২১৫ রান করেন লাবুশেন।
সপ্তম ব্যাটসম্যান হিসেবে লাবুশেন আউট হওয়ার পর ৩৬ রানে তিন উইকেটে হারায় অস্ট্রেলিয়া। লাবুশেনের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ প্রথম ইনিংসে ৪৫৪ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকালে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ২৬ ও ৩৪ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক লাথাম ও টম বান্ডেল।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের টেস্টে টানা দুই জয়ে আগেই ট্রফি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। চলতি সিডনি টেস্টে পরাজয় এড়াতে না পারলে হোয়াইটওয়াশ হবে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১ম ইনিংস- ৪৫৪/১০ (লাবুশেন ২১৫, স্মিথ ৬৩, ওয়ার্নার ৪৫, পেইন ৩৫, মিসেল স্টার্ক ২২; নেইল ওয়াগনার ৩/৬৬, গ্রান্ডহোম ৩/৭৮)।
নিউজিল্যান্ড: ৬৩/০ (বান্ডেল ৩৪, লাথাম ২৬)।