রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
ফাইল ছবি
মোহাম্মদ জসিম উদ্দিন লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবান লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী শাপলু মোহরের (৩২) করোনায় আক্রান্ত হয়েছে।
এই নিয়ে হাসপাতাল কর্মকর্তা ও কর্মচারী সহ ৩ জন, উপজেলায় ৮ জন এই পর্যন্ত করোনারোগী পাওয়া যায়। লামা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোহাম্মদুল হক বিষটি নিশ্চিত করেছেন।
গত ২০ মে তাহার সর্দি কাশি দেখা দিলে তাহার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয় এবং ঐদিন তাহার নমুনা আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি কক্সবাজার মেডিকেল কলেজ এ প্রেরণ করা হয়।
আজ বৃহস্পতিবার ( ২৮ মে) তারিখ তাহার নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে সে মধুরঝিরি তাহার নিজ ভাড়াবাসায় রয়েছেন । তাহাকে আজ হাসপাতাল আইসোলেশনে নিয়ে আসা হবে স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস