রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
লোহাগাড়া প্রতিনিধিঃ আজ বুধবার (১৫ জুলাই) বিকাল ৩ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বেসরকারি সিটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে মোছাম্মৎ মিফতাহু জন্নাত নামে প্রসূতির একসঙ্গে তিন সন্তান প্রসব হয়।
জানা যায় সে চরম্বা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমানের সহধর্মিণী। তার বাড়ী চরম্বা ইউনিয়নের ঘটিয়ার পাড়ায়।
এব্যাপারে চট্টগ্রামের লোহাগাড়া সিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর শিল্পপতি মুহাম্মদ সরওয়ার জানান,১৪জুলাই বিকাল ৪টার দিকে মিফতাহুল জান্নাত নামের এক প্রেগন্যান্ট নারী হাসপাতালে ভর্তি হন।
১৫জুলাই বিকালা ৩টার দিকে গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ কানিছ নাছিমা আকতারের তত্ত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে পরপর তিন ছেলে সন্তান প্রসব করেন।
এ বিষয়ে প্রসূতির স্বামী চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোলাইমান বলেন,তাঁর স্ত্রীর সিজারের মাধ্যমে তিনটি সন্তান প্রসব হয়।
বর্তমানে আমার ৩সন্তান এবং সন্তানের মা সুস্থ আছেন। তিনি দেশবাসীসহ সবার কাছে সন্তান ও সন্তানের মায়ের জন্য দোয়া চেয়েছেন।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস