রবিবার, ২৫ মে ২০২৫, ০২:০১ অপরাহ্ন
লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজে শাখার বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সভাপতি মোঃ মাহমুদুর রহমান বাপ্পি হত্য মামলার অন্যতম আসামি মোরশেদুল আলম নিবিলকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানার পুলিশ।
১৫ জুন২০২০ সোমবার গভীর রাতে লোহাগাড়া থানার এস আই গোলাম কিবরিয়ার নেতৃত্বে উপজেলার বটতলী মোটর ষ্টেশন এর স্কুল রোড় এলাকা হতে গ্রেফতার করে।পরদিন মঙ্গল বার সকালে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত নিবিল আমিরাবাদ দর্জি পাড়া আবদুস ছালামের ছেলে। এ বিষয়ে যোগাযোগ করা হলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ জাগির হোসাইন মাহমুদ জানান,গত রাত পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বাপ্পি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নিবিল কে গ্রেফতার করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে মোটর ষ্টেশন হতে রিক্সা যোগে বাড়িতে যাওয়ার পথে আমিরাবাদ মা- মনি হাসপাতালে সামনে আরকান সড়কে বাপ্পিকে কুপিয়ে হত্যা করে।
পরদিন তার মা বাদি হয়ে ১১ জনকে আসামি করে একটি হত্য মামলা দায়ের করেন। বাপ্পি আমিরাবাদ পুরান বিওসি এলাকার মৃত আনোয়ার হোসেন ও জেসমিন আক্তারের ছেলে।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএস