বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ‘মামলা তুলে না নেয়ায়’ শান্তা আক্তার নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হুমায়ূন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার শিলাউর গ্রাম থেকে তাকে গ্রেফতারের পর বুধবার (২০ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হুমায়ূন মিয়ার বিরুদ্ধে অভিযোগ- আপন ভাতিজি শান্তাকে হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন ও ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশ খুঁচিয়ে খুঁচিয়ে জখম করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, নির্যাতনের ঘটনায় শান্তার মা রোকসানা আক্তারের করা মামলায় হুমায়ূন মিয়াকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসএস