শনিবার, ০৩ মে ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার শুরু হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা ইতিমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে। অনেকদিন যাবত স্কুল বন্ধ থাকায় ক্লাসরুম, ধুলাপড়া ব্ল্যাকবোর্ড প্রতিষ্ঠান আঙ্গিনায় চলছে ধোয়া-মোছার কাজ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার প্রস্তুতি কথা শুনে ঘরবন্দি শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ময়লা-আবর্জনা পরিষ্কার করে সুন্দর করা হচ্ছে।
বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, অনেকদিন যাবত বন্ধ থাকায় স্কুলের ভিতরে ময়লা আবর্জনা পড়েছে। তাই সেই সব ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে, যাতে করে শিক্ষার্থীরা সুন্দরভাবে ক্লাস করতে পারে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম জানান, আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সকল বিদ্যালয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য বিদ্যালয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
এসএস