বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : দেশের সব স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাহিদ মালেক জানান, প্রায় এক মাস আমরা ভ্যাকসিন দিয়েছি, ভ্যাকসিনের কার্যক্রম একমাস হয়ে গেছে। আর সেটা সফলতার সঙ্গে দেওয়া হয়েছে। এ সফলতার জন্য প্রধানমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাই। তার নিবিড় তত্ত্বাবধানে আমরা কাজ করেছি। এখন পর্যন্ত ৩৩ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এছাড়া টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন ৪৫ লাখ মানুষ। যদি আরও টিকা আনা সম্ভব হয় তবে টিকা দেওয়ার বয়সসীমা আরও কমানো হবে। তখন শিক্ষার্থীদের টিকা দেওয়ার শিডিউলের বিষয়টিও ভেবে দেখা হবে।
ভবিষ্যতে করোনার যে টিকা আসবে সেটাও সরকার বিনামূল্যে দেবে। আর বিদেশিদের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেওয়া হয়। এর পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে টিকা দেওয়া হয়।