বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : কুমিল্লায় শিক্ষা সফরে গিয়ে ফৌজিয়া আফরিন সামিউন নামের লক্ষ্মীপুরের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। মৃত সামিউন (৮) কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব গিয়াস উদ্দিনের মেয়ে। সে লক্ষ্মীপুর ইলেভেন কেয়ার একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শিক্ষা সফরের উদ্দেশে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে যান প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সেখানে খেলাধুলার একপর্যায়ে সামিউনসহ কয়েকজন শিক্ষার্থী পার্কের একটি পুলে হাঁটু পরিমাণ পানিতে নামে। কিছুক্ষণ পর ঠান্ডাজনিত কারণে খিঁচুনি উঠলে সামিউন বমি করা শুরু করে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পরে রাত ৯টার দিকে সামিউনের মরদেহ লক্ষ্মীপুরে আনা হয়।
এদিকে, শিক্ষকদের অসচেতনতা ও দায়িত্বে অবহেলার কারণেই সামিউনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।বিদ্যালয়ের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম জানান, ঠান্ডাজনিত কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। শিক্ষা সফরে শিশুদের প্রতি দায়িত্বে কোনো ধরনের অবহেলা হয়নি।
জেলা সদর মডেল থানার এসআই প্রেমানন্দ জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস