বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : রিজওয়ান সাকিব শিতাব ব্যারিস্টার ডিগ্রী অর্জন করেছেন। যুক্তরাজ্যের খ্যাতনামা বিপিপি ইউনিভার্সিটি হতে অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন এর আন্ডারে তিনি সফলতার সাথে এ ডিগ্রী অর্জন করেন। শিতাব ঢাকায় লরেল ইন্টারন্যাশনাল স্কুল থেকে মাধ্যমিক ও সাভার বিশ্ববিদ্যালয় কলেজ হতে উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সহিত লেখা পড়া করেন। এ সফলতার জন্য সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ হতে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি সাভার পৌর এলাকার উত্তর রাজাশনের বাসিন্দা রফিকুল ইসলাম মাস্টার ও জেসমিন সুলতানার জ্যেষ্ঠ পুত্র। তার সফলতার পেছনে পিতা রফিকুল ইসলাম মাষ্টারের স্বপ্ন মহান আল্লাহর কৃপায় বাস্তবায়ন হয়েছে বলে মনে করেন শিতাব। তিনি সকলের দোয়া প্রার্থী।