বুধবার, ০৭ মে ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ) সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন একই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। মামলার পর তাৎক্ষণিকভাবে আদেশ না দিলেও কয়েক ঘণ্টা পর সেটি খারিজ করে দেন আদালত।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালতে মানহানির মামলার করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেয়ার কথা জানান। পরে বিকালে মামলাটি খারিজ করে দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে দুপুরে ৫০ কোটি টাকা মামলার আবেদন করেছে সাবেক সঙসদ সদস্য কায়সার হাসনাত সাহেব। বিকালে আদালত মামলাটি খারিজ করে দেন।
কায়সার হাসনাত জানান, বর্তমানে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ২৬ ডিসেম্বর এক অনুষ্ঠানে আমার ও আমার মৃত মায়ের বিষয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে শুধু আমার নয়, আওয়ামী লীগেরও মানহানি হয়েছে। এই বক্তব্য ব্যক্তিগতভাবে নয়, আমি মনে করি উনি আওয়ামী লীগের পরিবারকে ছোট করেছেন। আজ নারায়ণগঞ্জ কোর্টে এসে মানহানির অভিযোগ এনে মামলা করেছি।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘গ অঞ্চলে’ মামলা করেছি। আদালত মামলা রেকর্ড রেখেছে, রেকর্ড পর্যালোচনা করে বিকেলে মামলাটি খারিজ করে দিয়েছেন। তবে আদালত থেকে ন্যায়বিচারের প্রার্থনা করছি।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর বিকেলে সোনারগাঁ পৌরসভার ১নং ওয়ার্ডে চারটি মাটির ও দুটি পাকা রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা আব্দুল্লাহ আল কায়সারকে উদ্দেশ করে বলেন, কায়সার সম্পত্তির জন্য তার মায়ের বিরুদ্ধে মামলা করে কোর্টে দাঁড় করিয়েছেন। যে সন্তান তুচ্ছ সম্পত্তির জন্য মায়ের বিরুদ্ধে মামলা করে মাকে কোর্টে দাঁড় করাতে পারেন, তার কাছ থেকে জনগণ কী আসা করবে?
এসএস