সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
সরকারি সার পাচারকালে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ৪৭ টন সার বোঝাই দুটি ট্রাকসহ ট্রাকের দুই চালককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর রাতে সাটুরিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মাদারীপুরের কালকিনি এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ আব্দুল সালাম (৪০) এবং মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর এলাকার বিশু বেপারির ছেলে বাদল মিয়া (৪৫)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে টিএসপি ও ডিএফপি সারসহ ট্রাক চালকদের আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত চালকরা জানান যে, সার মানিকগঞ্জ বিএডিসি গোডাউন থেকে গাজীপুরের কালিয়াকৈরে মেসার্স বিষ্ণ অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ণ বণিক নামে ব্যবসা প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মানিকগঞ্জ কার্যালয়ের সার ক্রয়ের চালান কপি রয়েছে তাদের কাছে। তবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মানিকগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন আটককৃত সার তাদের গোডাউনের নয় এবং তাদের কাছ থেকে ক্রয় করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকচালক দুজনকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি ।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার মেসার্স বিষ্ণ অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ণ বণিক আমাদের ডিলার। তারা নিয়মিত সার নিয়ে থাকেন। তবে এই অক্টোবর মাসে তারা কোন ডিও কেটে এখান থেকে সার উত্তোলন করেননি। আটককৃত সার আমাদের এখান থেকে নেওয়া হয়নি।