মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
রান সংগ্রহের চেষ্টায় সাকিব আল হাসান ও সাব্বির রহমান রুম্মন। ছবি: সংগৃহীত
স্পোর্টস রিপোর্টার : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়া সূবর্ণ সুযোগ সাব্বির রহমান রুম্মনের সামনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে আর মাত্র ৮৭ রান করলেই সাকিবকে ছাড়িয়ে শীর্ষ চারে উঠে আসবেন সাব্বির।
বিপিএলে ৫৮ ম্যাচ খেলে এক সেঞ্চুরি আর ১৬টি ফিফটির সাহায্যে ১ হাজার ৮২৫ রান করে শীর্ষে রয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ৭১ ম্যাচ খেলে ১১টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭৮৩ রান সংগ্রহ করে দুইয়ে রয়েছেন দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
মাহমুদউল্লাহ রিয়াদ ৭৬ ম্যাচ খেলে ৮টি ফিফটির সাহায্যে করেছেন ১ হাজার ৬১৯ রান। ১ হাজার ৪৮৩ রান নিয়ে চারে সাকিব আর ১ হাজার ৩৯৭ রান নিয়ে পাঁচ নম্বর পজিশনে রয়েছেন সাব্বির।
ম্যাচ ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার কারণে এবারের বিপিএলে খেলতে পারবেন না সাকিব। এই সুযোগে সাকিবে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সাব্বির। আর মাত্র ৮৭ রান করলেই সাকিবকে ছাড়িয় বিপিএলে রান সংগ্রহে শীর্ষ চারে উঠে আসবেন তিনি।
বিপিএলের এবারের আসরে সাব্বির রয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্সে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল।
দৈনিকবিডিনিউজ৩৬০/এসএম