সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অপ্রাপ্ত বয়স্ক মেয়ের (১৫ বছর) বিবাহের আয়োজন করায় মেয়ের বাবাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সেই সাথে তাকে আরো ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
আজ বুধবার উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না মধ্যেপাড়া গ্রামে অভিযানটি পরিচালনা করেন সাটুরিয়ার সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।
দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন দুলু তিনি ওই এলাকার মৃত মোঃ আজাহার আলীর ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জান্না এলাকায় বাল্য বিয়ের আয়োজন চলছিল। সেখানে অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অভিযুক্ত অভিভাবক দেলোয়ার হোসেন দুলুকে আটক করা হয়। পরে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে অভিভাবক দেলোয়ার হোসেন দুলুকে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।