শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
দৈনিকবিডিনিউজ৩৬০ ডেস্ক : মানিকগঞ্জের সাটুরিয়া থেকে শেফালী রাণী শীল নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াটি ইউপির ভাটারা এলাকা থেকে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কর হয়।
নিহত ওই তরুণী উপজেলার ভাটারা গ্রামের রুবী শীলের মেয়ে।
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, সকালে খবর পেয়ে শেফালী রাণী শীল নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, নিহত শেফালী রাণী শীল মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।
এসএস