বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা জেলার আশুলিয়া থানার কুন্ডলবাগ থেকে ১১০ পিস ইয়াবাসহ আনাস(৩০) এক মাদক ব্যবসায়ীকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) রাতে ময়মনসিংহের নান্দাইল থানার রামজিবনপুর গ্রামের রশিদের ছেলে আনাস (৩০) কে ডিবি পুলিশ একটি চৌকস টিম ১১০ পিস ইয়াবাসহ আটক করে।
ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এবিষয়ে জানতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, মাদক আইনে মামলা দায়ের করে ওই মাদক ব্যবসায়ী আনাসকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।