রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোটার : সাভারে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছেন থানা যুবলীগের নেতাকর্মীরা। মহামারি করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে লক ডাউনের কারণে সাভারে শ্রমিকের সংকটে বোরো ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন থানা যুবলীগের নেতৃত্ববৃন্দ।
রবিবার দুপুরে উপজেলার ভার্কুতা ইউনিয়নের শ্যামলাসী গ্রামের এক কৃষকের এক বিঘা জমির ধান কেটে মারাই করে দেন এবং ওই কৃষকের আরও ৪ বিঘা জমির ধান কেটে দিবেন বলে প্রতিশ্রুতি দেন তারা। এসময় সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহম্মেদের নেতৃত্বে থানা যুবলীগ ও ভার্কুতা ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, ভার্কুতা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাদেক হোসেন, জাতীয় শ্রমিকলীগ নেতা ইউনুস পারভেজ, যুবলীগ নেতা, আবির আহম্মেদ প্রমুখ।