বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : একটি পোশাক কারখানার প্রডাকশন ম্যানেজারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে একদল অস্ত্রধারী শ্রমিক। সোমবার (৬ ফেব্রুয়ারি) গভীররাতে সাভারের উলাইল কর্ণপাড়া এলাকায় প্রতীক এ্যাপারেলস কারখানার সামনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২ মাস আগে কারখানাটির নারী শ্রমিক সুমি কর্তৃপক্ষকে না জানিয়ে চাকরি ছেড়ে দেন। পরে সুমির স্বামী পার্শ্ববর্তী কারখানার শ্রমিক শফিকুল ইসলাম প্রতীকের প্রডাকশন ম্যানেজার সাগর মিয়ার কাছে তার স্ত্রীর অভারটাইমের টাকা চান। কিন্তু সুমি রিজাইন লেটার না দিয়ে চাকরি ছেড়েছেন তাই টাকা পাবেন না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর মিয়াকে দেখে নেয়ার হুমকি দিয়ে যায় সুমির স্বামী।
এর জের ধরে সোমবার গভীররাতে কারখানার সামনে শফিকুল ও জয়নালসহ বেশ কয়েকজন সাগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে জখম করে সাথে থাকা মোবাইল ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভার কেয়ার হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।