মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
সাভারে টিকা কেন্দ্রে ভীড় অব্যাহত। আজও হুড়োহুড়ি ও পদদলিত হয়ে ৩০জন আহত হয়েছেন। আহত ১১জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শতাধিক পুলিশ স্বেচ্ছাসেবক পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করলেও মানুষের ভীড়ে তারা নগণ্য। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক সংখ্যক পুলিশ,দাঙ্গা পুলিশ ও মোতায়েন রয়েছে।
সাভারে কোভিট ভ্যাকসিন নিতে আসা মানুষের দৃশ্য দেখে যে কারও মনে হবে যেন কোন দূর্যোগে সাহায্য প্রার্থীদের হুড়োহুড়ি। গত বৃহস্পতিবার থেকে টিকা কেন্দ্রে হাজারও মানুষের ভীড়। প্রথম ডোজ টিকা গ্রহনের শেষ তারিখ ২৬ ফেরুয়ারি ঘোষনার পর হতে ভীড় ক্রমেই বাড়ছে।
দীর্ঘ লাইনে দাড়িয়ে প্রতিদিন টিকা দিতে না পেয়ে ফেরৎ যাচ্ছেন অসংখ্য মানুষ। ২৬ তারিখের পরেও টিকা দেয়া হবে মাইকে এমন ঘোষনার পরেও মানুষের ভীড় কমছেনা। হুড়োহুড়িতে প্রতিদিনই পদদলতি হয়ে আহত হচ্ছেন বহু মানুষ। আজও মানুষের চাপে পদদলিত হয়ে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক,পুলিশসহ ৩০জন।
আহত নুরজাহান,রুবেল,তারা বানু জানান মানুষের ভীড়ে পদ হয়ে আহত হয়েছেন। ১১জনকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা জানান পরিস্থিতি সামাল দিতে টিকা কেন্দ্র ইতোমধ্যে প্রশস্ত করা করা হয়েছে। সিভিল সার্জন অফিস হতে অতিরিক্ত ১০জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। আগামী কাল নারী ও পুরুষ আলাদা কেন্দ্রে দেয়া হবে।
তিনি বলেন আরও বলেন, ভ্যাকসিন গ্রহনের শেষ তারিখ ২৬ ফেরুয়ারি ঘোষনার পর হতে ভ্যাকসিন গ্রহনে আগ্রহীদের বিপুল সংখ্যায় ভীড় দেখা গেছে। প্রতিদিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভ্যাকসিন দেয়া হচ্ছে। হুড়োহুড়িতে যারা আহত হয়েছেন তাদের জন্য ডাক্তার নার্স নিয়োজিত করা হয়েছে। সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম জানান বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।