শনিবার, ০৩ মে ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সাভারে ঢাকা আরিচা মহাসড়ক বিভাজনের ফলে যাত্রীদের দুর্ভোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের পর পুলিশ এ অভিযান শুরু করেছে।
আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাজেলা ট্রাফিক পুলিশের এ্যাডমিন (প্রশাসন) আব্দুস সালামের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অর্ধশত বাস আটক করে মামলা ও জরিমানা আদায় করা হয়।
এসময় ডাইরেক্ট লেনে সড়কের মাঝ যাত্রী ওঠা নামা করানো পরিবহন গুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়া লোকাল লেনে বেশি ক্ষণ দাড়িয়ে থাকা বাস গুলোকেও মামলা দেওয়া হয়েছে। প্রায় অর্ধশতাধিক দুরপাল্লা ও আন্তঃজেলা পরিবহনকে তিন হাজার টাকা করে মামলা দেওয়া হয়েছে।
এবিষয়ে ট্রাফিক ইনসপেক্টর আব্দুস সালাম বলেন, সাভারে উন্নত ট্রাফিক ব্যবস্থার জন্য সাভির্স লেন হয়েছে। কিন্তু অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের জন্য সে কাজে কিন্তু বিঘ্ন ও জনসাধারণের ভোগান্তি হচ্ছিল। যাতে সার্ভিস লেনে গাড়ি দাড়াতে না পারে এবং মেইন লেনে যাত্রী ওঠা নামা করতে না পারে। এজন্য আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি।