শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভারে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীষর্ক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধীকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার থানা যুবদলের আয়োজনে স্থানীয় এক মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। সভায় বক্তরা আগামী ২৮ মে রাজধানীতে আয়োজিত এ সমাবেশ সফল করতে সকলকে অংশ নেয়ার আহবান জানান।
ঢাকা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, অনুষ্ঠানের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাজী মোকাররম হোসেন সাজ্জাদ ।
সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম এবং মঞ্জু মোল্লার আয়োজনে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক বেলায়েতি,ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মন্ডল প্রমুখ।