বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভার মডেল থানার এস আই ফেরদৌস আহম্মেদ বাদী হয়ে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মীর নামে মঙ্গলবার দিবাগত রাতে একটি মামলা (নং-৯৬) দায়ের করেছে। মামলার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সাভার মডেল থানার ওসি (অপারেশন) নয়ন কারকনকে। গতকাল বুধবার গ্রেফতারকৃত ৩ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক রিমান্ড শুনানীর আবেদন আগামী রোববার ধার্য্য করে তাদের কারাগারে পাঠিয়ে দিয়েছে। মামলায় ৫১ জনের নামউল্লেখসহ অজ্ঞাতনাম ১০০ জনকে আসামী করা হয়েছে।
মামলার আর্জিতে এস আই ফেরদৌস আহম্মেদ উল্লেখ করেন, সাভার মডেল থানার জিডি নং-২৪২২, ২৯/১১/২০২২ মূলে থানা এলাকায় আমি ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ আইন-শৃংখলা ডিউটির জন্য বাহির হই। সাভার মডেল থানাস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে রাত সোয়া ১০টারদিকে অফিসার ইনচার্জ ফোন করেন। তিনি জানান, সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের পূর্ব পাশে উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন রায় ফ্যাক্টরীর সামনে ঢাকাগামী মহাসড়কের উপর বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীসহ খন্দকার মইনুল হাসান খান বিল্টুর নির্দেশে দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহসমাবেশ সফল করার আহবান জানিয়ে মশাল মিছিল করে।
এ সংবাদের ভিত্তিতে আমিসহ দায়িত্বরত সকল অফিসার, ফোর্সসহ বর্ণিত ঘটনাস্থলে ১১.১০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হই। উপস্থিত হওয়া মাত্রই আসামীগণ আমাদের উপর ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠি শোটা দিয়ে আক্রমণ শুরু করে এলোপাথারিভাবে ইটের খোয়া ও ককটেল নিক্ষেপ করে। আসামীদের নিক্ষেপকৃত ককটেল এর মধ্যে ০২ (দুই) টি ককটেল বিস্ফোরিত হয় ও ০৪ (চার) টি ককটেল অবিস্ফোরিত থাকে। ঘটনার সময় আসামীদের নিক্ষেপকৃত ইটের খোয়ায় আমিসহ সঙ্গীয় কং/২০৯৪ কহিনুর ইকবাল ও কং/৬৮৪ প্রভাষ চন্দ্র সরকার, সর্ব সাভার মডেল থানা, ঢাকাগণ আহত হয়। জনগণের জানমাল ও সরকারী সম্পত্তি রক্ষার্থে পুলিশের সরকারী কাজে বাধা ও আক্রমণ করায় আমরা আসামীদের গ্রেফতারেরর চেষ্টা করিলে উপরোক্ত ০১-০৩ নং আসামীদের আটক করি এবং অপর আসামীরা দ্রুত পালাইয়া যায়।
আটককৃত আসামীদের নিজ হেফাজতে নেই এবং জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আমিসহ আহত পুলিশ সদস্যদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হইতে চিকিৎসা গ্রহণ করি।
আসামীরা হলেন, আটককৃত মোঃ শওকাত হোসেন খোকন (সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল) (৪০), পিতা-মৃত, রমজান আলী, সাং-দেওগাও, ইউপি সাভার, কবির হোসেন (৪০) (আহ্বায়ক, যুবদল বিরুলিয়া ইউপি), পিতা-শুন আলী, সাং-কাকার বিরুলিয়া ও মোঃ আক্কাস আলী (৬৫) (যুগ্ম সম্পাদক বিএনপি তেঁতুলঝোড়া ইউনিয়ন) পিতা- মৃত ইদ্রাফিল মিয়া, সাং-রামচন্দ্রপুর রাজাঘাট। অন্য আসামীরা হলেন, খন্দকার মইনুল হাসান খান বিল্টু (সভাপতি, সাভার পৌর বিএনপি) (৪৫), পিতা-গোলাম মোঃ খন্দকার, সাং-বি/২৭ ব্যাংক কলোনী, মঞ্জু মিয়া (সাধারণ সম্পাদক, সাভার উপজেলা যুবদল) (৪৬), পিতা-অজ্ঞাত, সাং-বিমান বিল্ডিং, সিটিলেন রোড, আনন্দপুর, মোঃ ছারোয়ার হোসেন (বিএনপি, সভাপতি ভাকুর্তা ইউপি) (৬০), পিতা-মৃত আঃ কাদির, সাং লুটেরচর, খোরশেদ আলম, (সাবেক কাউন্সিলর ও ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক), (৪৫), পিতা-অজ্ঞাত, সাং ছায়াবিথি, সাইফুল ইসলাম@সাইফুদ্দিন (আহবায়ক, সাভার উপজেলা বিএনপি) (৫৫), পিতা-মৃত ইমাম উদ্দিন ব্যাপারী, সাং-বনগাও, বদিউজ্জামান বদির (সাভার পৌর-বিএনপির সেক্রেটারী) (৪২), পিতা-বাছেত বয়াতি, সাং-ব্যাংক কলোনী, আক্তার হোসেন বেপারী (যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌর বিএনপি, পিতা- মজিবর রহমান-সাং-বাড্ডা ভাটপাড়া, মোঃ এখলাস উদ্দিন (যুগ্ম আহ্বায়ক সাভার উপজেলা বিএনপি) (৬৫), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-বলিয়ারপুর, আব্দুল্লাহ আবুল খায়ের (যুগ্ম আহবায়ক সাতার উপজেলা বিএনপি) (৫৫), পিতা-আবু তাহের, নগরকোন্ডা, মোঃ জাহাঙ্গীর আলম (যুগ্ম আহবায়ক সাভার উপজেলা বিএনপি), (৪২), পিতা-মৃত সাত্তার, সাং-ব্যাংক কলোনী, মোঃ সাইদুল ইবনে হাসিব সোহেল (যুগ্ম আহবায়ক সাভার থানা বিএনপি) (৪৫), পিতা-মৃত হাসিবুর রহমান, সাং-চাকুলিয়া, মোঃ আবু সাইদ (যুগ্ম আহব্বায়ক সাভার থানা বিএনপি) (৫০), পিতা-মৃত সিরাজ হাজী, সাং-বলিয়ারপুর, মিনহাজ উদ্দিন বাদল (যুগ্ম আহ্বায়ক সাভার থানা বিএনপি), (৫০), পিতা-বছির উদ্দিন, সাং-পাঁচকানি, কাউন্দিয়া, মোঃ আরিফু রহমান (যুগ্ম আহবায়ক সাভার থানা বিএনপি) (৪৭), পিতা-আব্দুর রাজ্জাক, সাং-কোন্ডা মধ্যপাড়া, আব্দুস সালাম মোল্লা (যুগ্ম আহবায়ক সাভার থানা বিএনপি), (৪৫), পিতা-আব্দুল খালেক মোল্লা, সাং-দক্ষিণ কলমা, আব্দুল আলীম (যুগ্ম আহবায়ক সাভার থানা বিএনপি) (৫০), পিতা-মৃত ওহাব পালোয়ান, সাং-শ্যামপুর মস্তাপাড়া, আব্দুল বারেক (যুগ্ম আহবায়ক সাভার থানা বিএনপি), (৪৭), পিতা-নওয়াব আলী, সাং-দক্ষিণ কলমা, আমির শিরালী (যুগ্ম আহ্বায়ক সাভার থানা বিএনপি), (৪৫), পিতা- মৃত রুস্তম শিরালী, সাং-সামাইর শিরালী বাড়ি, মোঃ গোলাম মোস্তফা (সদস্য সচিব, সাভার থানা বিএনপি), (৫০), পিতা-গরিবুল্লাহ, সাং-কলমা, মোঃ কামাল হোসেন (সভাপতি, সাভার পৌর শ্রমিক দল), (৩৫), পিতা-মৃত আলাউদ্দিন মেম্বার, সাং-জিয়া প্রিন্ট, ব্যাংক কলোনী, নাজমুল হাসান অভি (সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক দল ঢাকা জেলা), (৪০), পিতা-আমিন বেপারী, সাং-ব্যাংক কলোনী, ডারফিন কমিশনারের বাসার পাশে, আব্দুর রহমান (কমিশনার ও যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌর বিএনপি) (৪৮), পিতা-অজ্ঞাত, সাং-মজিদপুর, মোঃ রাকিব (স্বেচ্ছাসেবকদল সাভার পৌর সভার আহ্বায়ক কমিটির সদস্য) (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-ছায়াবিথী, আমতলা মোড়, মোঃ গোলাম হোসাইন (বিএনপি নেতা, সাভার, ঢাকা) (৪৫), পিতা-আজিজুর রহমান তোতা মিয়া, সাং-গোপেরবাড়ি, মোশারফ হোসেন মোল্লা (সাভার উপজেলা যুবদল সভাপতি) (৪৭), পিতা-অজ্ঞাত, সাং-ছায়াবিথী, এ্যাডভোকেট নাহিদুল ইসলাম শাহীন (সভাপতি যুবদল পৌর ৮নং ওয়ার্ড) (৪৫), পিতা-মৃত এমারত মিয়া, সাং-দক্ষিণ রাজাশন লালটেক, জহিরুল ইসলাম জহির (যুবদল, যুগ্ম সাধারণ সাম্পাদক) (৫০), পিতা-অজ্ঞাত, সাং-উলাইল, মোশারাফ হিমেল খান (ছাত্রদল, যুগ্ম আহব্বায়ক, ঢাকা জেলা উত্তর), (২৫), পিতা-অজ্ঞাত, সাং-কাতলাপুর, রাশেদুল আহসান রাশেদ (জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক) (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-কাতলাপুর, নুরুল ইসলাম নুরু (বিএনপি নেতা, সাভার, ঢাকা) (৫৫), পিতা-মৃত আঃ রহমান, সাং-গোপেরবাড়ি, জুলফিকর পাঠান (বিএনপি নেতা, সাভার, ঢাকা ) (৪৭), পিতা-মৃত আজিজুর রহমান তোতা মিয়া, সাং-সাদাপুর, জুয়েল তালুকদার (যুবদল, সাধারণ সম্পাদক, পৌর ০১ নং ওয়ার্ড) (৩৪), পিতা-তোফাজ্জল তালুকদার, সাং-বক্তারপুর, নজরুল ইসলাম খান (যুবদল, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা,) (৪৪), পিতা-অজ্ঞাত, সাং-কাতলাপুর, জালাল মিয়া, (বিএনপি, সহ-সভাপতি, বিরুলিয়া ইউপি,) (৫৫), পিতা-অজ্ঞাত, সাং-বাগ্নিবাড়ি, মোঃ শাহিনুর রহমান শাহিন (বিএনপি, সাধারণ সম্পাদক, বিরুলিয়া ইউপি,) (৫০), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সাং-কাকাব, ইমরান খান সবিন (বিএনপি, যুগ্ম সম্পাদক, বনগাও ইউপি) (৪২), পিতা-অজ্ঞাত, সাং-চাকুলিয়া, মাসুম হাসান (বিএনপি, যুগ্ম সম্পাদক, বনগাও ইউপি) (৪৫), পিতা-আঃ মান্নান, সাং-কোন্ডা নয়াপাড়া, খন্দকার মোস্তাক আহম্মেদ রনি (বিএনপি, যুগ্ম সম্পাদক, বনগাও ইউপি) (৪০), পিতা-মৃত মন্টু খন্দকার, সাং-নিকরাইল, মোঃ নাছিরুল ইসলাম নাসিম (বিএনপি, সাংগঠনিক সম্পাদক, বনগাও ইউপি) (৪০), পিতা-ইসলাম, সাং-কোন্ডা মধ্যপাড়া, মঞ্জু মোল্লা (বিএনপি, যুব বিষয়ক সম্পাদক, সাভার) (৪০), পিতা-আলাউদ্দিন, সাং-কোন্ডা দারগাাপাড়া, মোঃ রিয়াজ উদ্দিন মোল্লা (বিএনপি দত্তর সম্পাদক, সাভার) (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-চাকুলিয়া, আলহাজ্ব মোঃ মহিউদ্দিন (বিএনপি সভাপতি, তেঁতুলঝোড়া, ইউপি), পিতা-মৃত আনিস উদ্দিন, সাং-রাজাঘাট, আলহাজ্ব মোঃ আঃ আজিজ (বিএনপি সহ সভাপতি, তেঁতুলঝোড়া- ইউপি), পিতা-অজ্ঞাত, সাং-মেইটকা, জাকির হোসেন (যুবদল, যুগ্ম আহব্বায়ক, বনগাও ইউপি) (৩৮), পিতা-আলী জান, সাং-বেরাইদ, মোঃ নুরুল মোমেন (বিএনপি, সাধারণ সম্পাদক, ভাকুর্তা ইউপি) (৫০), পিতা-মৃত হাবিব উল্লাহ, সাং-লুটেরচর, মোক্তার হোসেন (বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, ভাকুর্তা ইউপি) (৫২), পিতা-সিরাজ উদ্দিন, সাং-শ্যামলাসি কলাতিয়াপাড়া, মোঃ আশরাফুল (যুবদল, আহ্বায়ক, ভাকুর্তা ইউপি) (৩৭), পিতা-মৃত আনছার আলী, সাং-শ্যামলাসী বাহেরচর, দুদু মার্কেট ও মোঃ সেলিম (স্বেচ্ছাসেবকদল, আহ্বায়ক, ভাকুর্তা ইউপি) (৪২), পিতা-মৃত আঃ আলী, সাং-শ্যামলাসী ভাড়ালিয়াপাড়া, সর্ব থানা-সাভার, জেলা-ঢাকাসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা আরও অনুমান ১০০ জন নেতাকর্মী।