Dailybdnews360.Com
- ২০ জুন, ২০২১ / ৩৫২ বার পঠিত
স্টাফ রিপোটার : সাভারে এক কাপড় বিক্রেতা নারীকে ধর্ষণের অভিযোগে সৌদি প্রবাসীকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২০ জুন) ভোর রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের পাঁচগাচি গ্রাম থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
আটক সৌদি প্রবাসী মোহাম্মদ আলী (২৯) সাভারের পাঁচগাচি এলাকার মৃত বরকত মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় মনির নামের এক ব্যক্তির বাড়িতে ওই নারী (২৮) দীর্ঘদিন ধরে সন্তান নিয়ে ভাড়া থেকে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলো। পরে ওই সৌদি প্রবাসী ওই নারীর পূর্ব পরিচিত হওয়ায় শনিবার বিকেলে ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তার রুমে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে ও ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ওই সৌদি প্রবাসী পালিয়ে যায়।
পরে ধর্ষণের শিকার ওই নারী রাতে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ওই সৌদি প্রবাসীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ভোর রাতে আমিনবাজারের পাঁচগাচি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী সৌদি প্রবাসীকে আটক করে।
ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আটক ধর্ষণকারী গত তিন দিন আগে সৌদি আরব থেকে পাঁচগাচি গ্রামে নিজ বাড়িতে ছুটিতে এসেছিলেন।
আটক ধর্ষণকারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুর খাঁন।