বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভারে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, সাভারের হেমায়েতপুরের পাশে মানিকগঞ্জ-এর সিংগাইরের বিন্নাডিঙ্গী এলাকায় আব্দুর রাজ্জাকের নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক সুশান্ত। এসময় সে বিদ্যুৎ এর তারে জড়িয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাড়ির মালিকের বিভিন্ন ধরণের বক্তব্যে তার মৃত্যু নিয়ে জটিলতা দেখা দিয়েছে। পুলিশ বলছে, তার মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে।