রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৫শ’ ৮৮ শতাংশ জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড। এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছে ঢাকা জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
আজ বুধবার সকাল থেকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার ছোট বলিমেহের ও সাভার মৌজায় পানি উন্নয়ন বোর্ডের বেদখলে থাকা জমিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযান থেকে আজ দপুর পর্যন্ত বেশ কয়েকটি আধা-পাকা বাড়ি-ঘর ভেঙে দেয়া হয়।
অভিযান পরিচালনা করছেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান। সাভারে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৫শ’ ৮৮ শতাংশ জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আর পানি উন্নয়ন বোর্ডের এই উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছে ঢাকা জেলা প্রশাসন। এছাড়া উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
এদিকে, উচ্ছেদ অভিযান শুরুর সময় বেশ কয়েকজন ভবন ও বাড়ির মালিক উচ্ছেদ অভিযানে বাধা দিতে চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন।