মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভারের বংশী নদীর তীরে নামা বাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৫টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ আগস্ট) দুপুরে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম এর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
আজ বুধবার সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাভার উপজেলায় বংশী নদীর তীরে নামা বাজারস্থ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় প্রায় তিন কোটি পচিশ লক্ষ টাকা মূল্যের ০.১৩ একর জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ স্থাপনা সমূহের মধ্যে দুইটি দোতলা ভবন এবং তিনটি একতলা টিন শেড গোডাউন রয়েছে।এধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে সাভার মডেল থানার পুলিশ সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।