শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সাভারের ভাদাইল এলাকায় বস্তায় সবজি চাষে উৎসাহ প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বুধবার কারিতাস স্পেনের সহায়তায় সাভার এলাকায় অঙ্কুর প্রকল্পের উদ্যোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ফারুক খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসেম ভূঁইয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি সুখী বেগম, কর্মজীবী নারী প্রতিনিধি স্মৃতি বেগমসহ সামাজিক দলের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বস্তায় সবজি চাষের পরিবেশবান্ধব ও অর্থনৈতিক দিক তুলে ধরে বলেন, ছোট পরিসরে হলেও এই পদ্ধতি পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে শহরাঞ্চলে অল্প জায়গায় সবজি উৎপাদনের বিকল্প হিসেবে বস্তায় চাষ বেশ কার্যকর একটি পদ্ধতি।
অনুষ্ঠান শেষে সামাজিক দলের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের সবজির চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজেরাই চাষ শুরু করে এই উদ্যোগকে এগিয়ে নিতে পারেন।
উল্লেখ্য, অঙ্কুর প্রকল্প দীর্ঘদিন ধরে সাভার এলাকায় পরিবেশ বান্ধব কৃষি চর্চা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।