মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমান ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৮ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪ সিপিসি-২ এর সদস্যরা এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে ৷
বুধবার (৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।
র্যাব-৪ জানায়, বুধবার ভোরে র্যাবের একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া এবং সাভার মডেল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪,৭০০ পিস ইয়াবা, ৫৬.৭৯০ কেজি গাঁজা, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল ও ট্রাকসহ ৮ জন মাদক কারবারিকে আটক করে৷
র্যাব আরও জানায়, আশুলিয়ার বাইপাইল থেকে ৪,৭০০ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবেলটসহ মো. গোলাম মোস্তফা (৩০), মো. মিনহাজুর রহমান ও মো. জাহিদ হাসান (৩৫) আটক করা হয়।
অপর অভিযানে সাভার মডেল থানাধীন শাহীবাগ এলাকা থেকে ৪৫ গ্রাম হেরোইনসহ মো. রুবেল (২৬), মো. ওবাইদুল ইসলাম ওরুফে মাহী (২২) ও মো. আব্দুল গফুর ওরুফে শাওন (৩৮)কে আটক করা হয়।
আরেক অভিযানে আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকা থেকে ৫৬.৭৯ কেজি গাঁজাসহ মো. আসাদুজ্জামান (২১) ও মো. রিপন (২৭) কে আটক করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।