মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাভার থানা বিএনপির সাবেক সভাপতি ও বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন (বাবু)।
প্রধান অতিথি’র বক্তব্য তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান এবং সাভার ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ও আলমগীর প্রিন্স।
দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলালের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।