শনিবার, ০৩ মে ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাভার ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সা”্চু, যুবদল নেতা শাহীন মাহমুদ ও সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু মোল্লা। এছড়া সভায় ৩১ দফা বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাগন বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরুর আগে সাভার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদল নেতাকর্মীগণ মিছিল নিয়ে সভাস্থলে হাজির হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা রফিকুল ইসলাম।
প্রধান অতিথি শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, যে কোন মূল্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের আদর্শের ভেতরে থেকে সবাইকে সমাজ ও দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি। প্রধান অতিথি আরও বলেন, ৩১ দফার মধ্যে দেশের উন্নয়নের কথা বলা হয়েছে। আগামী দিনের বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। তাই সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।