বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
সাভারে শিশুর প্রাক শৈশবকালীন যত্ন ও বিকাশ উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আশুলিয়ার নিশ্চিন্তপুরে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান কারিতাস স্পেনের অর্থায়নে ও অঙ্কুর প্রকল্পের সহযোগিতায় নেটওয়ার্ক ফোরামের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্কুল শিক্ষক, সমাজকর্মী, উন্নয়ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। এসময় শিশুর সুস্থ শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক এবং সার্বিক বিকাশে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রারম্ভিক শিশুযত্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সম্প্রদায়ভিত্তিক কর্মসূচি শক্তিশালীকরণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নের ওপর জোর দেন।
সভায় বক্ততারা, কারিতাস স্পেন কে ধন্যবাদ জানিয়ে বলেন- শিশুদের জন্য এই এলাকায় আরো ডে-কেয়ার সেন্টার প্রয়োজন রয়েছে। এতে করে এলাকার অভিভাবকগণ আরো বেশি কর্মমূখী হবে।
কারিতাস অঙ্কুর প্রকল্পের পক্ষ থেকে বলা হয়, শিশুর বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সম্প্রদায়ের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।
এ লক্ষ্যে তারা বিভিন্ন প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তারা ইসিডি নেটওয়ার্ক ফোরাম মাধম্যে শিশুর প্রাক-শৈশব বিকাশ, অধিকার ও উন্নয়ন বিষয়ে নীতিনির্ধারণী স্তরে অবদান রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সক্রিয় রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক আরিফুল ইসলাম, মিলন হোসেন, বাচ্চু মিয়া, হাবিবুর রহমান ও আসমা আক্তারসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা।