মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শিল্প শহর সাভারে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অসংখ্য মানুষ যাচ্ছেন গ্রামে । নবীনগর-চন্দ্রা, আব্দুল্লাহপুর-বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের প্রতিটি পয়েন্টেই রয়েছে যানবাহনের চাপ। সেইসঙ্গে বাস স্ট্যান্ডগুলোতে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে।
সোমবার (২৬ জুন) বিকেলে সাভার-আশুলিয়ার সড়কগুলোতে দেখা গেছে এমন চিত্র।
যাত্রী শাহ আলম,জনিসহ বেশ কয়েকজন জানান, ভাড়া স্বাভাবিকের চেয়ে একটু বেশি। ‘পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছি । যানজটের কথা ভেবে আগেই ছুটি নিয়ে বাইপাইল বাসস্ট্যান্ডে চলে এসেছি। কিন্তু বাস পাচ্ছি না। আর পেলেও বেশি ভাড়া।
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, নয়ারহাটসহ কয়েকটি পয়েন্টে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জিরাবো, জামগড়া ও বাইপাইলের সড়কগুলোতে রয়েছে একই চিত্র। এছাড়া নবীনগর-চন্দ্রা সড়কের পল্লীবিদ্যুৎ, ডিইপিজেড, শ্রীপুর ও জিরানীতেও রয়েছে যানবাহনের জটলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদুল ইসলাম বলেন, আমরা সড়কে আছি। সকাল থেকে পরিবহন বা যাত্রী তেমন চাপ ছিল না। দুপুর থেকে ধীরে ধীরে যাত্রীর চাপ ও যানবাহন বাড়তে শুরু করেছে। মঙ্গলবার বিকেল থেকে এই চাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেছিলেন, এবার যাত্রীদের গন্তব্য নির্বিঘ্নে পৌঁছে দিতে আমাদের ট্রাফিকসহ পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা রাস্তায় খাকবেন। কোনো যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। যদি নেওয়া হয়, আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব।